পথ হাঁটি আমি-
      কাঁটা গিরি দুর্গম প্রান্তে;
সূর্যের সুতা ধরে-
      রোদে দোল দোলনার ক্রান্তে।

বাতাসের প্রাণ জুড়ে তাপ জ্বলা তান্না,
ধূলি ঝড়ে বুকে ধরে কৃপনের পান্না।

উড়ে যাই যেথা যাই-
            নীল নীল জোছনা;
পথ কি গো শেষ হয় ?
             না হয় না।

জ্বলে জ্বলে বিবাগিনী বোসনের মায়া ছল,
সন্তাপে কত কাল কেঁদেছিলো ধরাতল।

সেই পথ বহু দূর
          খুব বেশি গভীরে;
বিচ্যুত পৃথিবী
          ঝিম ধরে লাটিমের গম্ভীরে।