পথ হাঁটি আমি কাঁটা গিরি দুর্গম প্রান্তে
সূর্যের সুতা ধরে রোদে ঝুল দোলনার ক্রান্তে।

বাতাসের প্রাণ জুড়ে তাপ জ্বলা তান্না
ধূলি ঝড়ে বুকে ধরে কৃপনের পান্না।

উড়ে যাই কোথা যাই নীল নীল জোছনা
পথ কি গো শেষ হয় ? হয় না।

তোমার’ই ছল চোখে নীলাঞ্জনা
জ্বলে জ্বলে বিবাগিনী বোসন কণা।

বিচ্যুত পৃথিবী গম্ভীর মসজিদ গির্জা মন্দিরে
সেই পথ বহুদূর খুব বেশী গভীরে।