আয়-রে দামাল, ”পাগল ছেলে’’-
আমার সোনা, আয় না মানিক চাঁদ;
আয় দ্যাখ-রে, তোর সে ভুবন
হাসি মুখে রক্তে রাঙ্গ প্রভাত।
ফাগুন স্রোতে তিস্তা নদী
চামড়া ঝোলা এক বুড়ো;
চোখের জলে ভাসায় দু’কূল
বর্ষা-মোদী ভাঙন খর ত্বর।
গলা জলে নূতন কাশের বন
ক্ষেতের ফসল, চরের সবুজ ডুবে;
সেথায় উড়ে বকের সারি
আধমরা সব শিকার ধরার লোভে।
তুই সে চেতন, উড়াস কেতন
সবাই যেন ঘুমিয়ে আছে আর;
তুই তো ছিলি সাহস মতন
আঁচল ধরা, আঁচল ভরা আমার।