নুন আছে তেল নাই
ফাগুনের কটা লিচু চাই
তাই নিয়ে জুড়ে দেবে কান্না
রোজ রোজ আর ভাল লাগে না।

সে ভাবেই কেটে গেলো আজ,
কি হবে যে কাল;
সারা রাত জেগে জেগে ভাবি-
উঠা চাই রোজ সকাল সকাল।

শুনলে সে পাখিদের কলতান-
মনে হয় আত্মারা মহীয়ান।

মেঘ উড়ে, বায়ু বায়
অন্ত সে বয়ে যায়
বৃত্ত’টা এ্যকি উপায়
অনন্ত যুগে যুগে চিরো কাল।