নজরুল-রবী
শ্রেষ্ঠ কবি
ওরা সৃষ্টির ইতিহাস,
নগরকে লয়ে
গেল লিখিয়ে
জীবনান্দ দাস ।
বেগম রোকেয়া
বাংলা ঘুরিয়া
লিখিয়াছেন বার বার;
বিশ্বরে ছারি
ঘুমাইছে নারী
যেথা চার দেয়ালের আঁধার।
জসিমের কবিতা
পল্লীর মিতা
কহিছে প্রতি নিঃশ্বাসে;
চাষিদের ঘামে
অক্লান্ত শ্রমে
শহর গুলি আজ হাসে ।
কায়কোবাদ
তুলিয়া দু’হাত
স্রষ্টারে ডাকিয়া কহে;
চাহিনাকো সুখ
দাও মোরে দুখ
মন যেন তা সহে।
নবীন চন্দ্র সেন,
সাহদাত হোসেন
অক্ষয়কুমার বড়াল;
বাংলার মাঝে
কবিতার রাজ্যে
ওরা অমর চিরকাল ।