আমি দিন, তুমি রাত
আমি সূর্য, তুমি চাঁদ;
মহাসমুদ্র আমি মহাকাশ
অতল-অসীম নীলাম্বর ধারা,
বুক জুড়ে তুমি অবিনাশী-
মিটিমিটি করে জ্বলা নীল ধ্রুব তারা।

আমি আছি, তাই তুমি সুন্দর,
তাই তুমি ঢেউ, শানিত-প্রখর।
আমি জ্বলি, তুমি ছল নয়নের বানে
আমি তুলি সুর, তুমি জীবনের গানে।