আকাশ তোমার নীলয় পাথারে-
ধরার বুকে রাত নেমেছে তিলক আঁধারে।
শেষের বিন্দু তারার জ্যোতি-
আভার স্রোতে না দেয় তেমন আলো;
সন্ধ্যা বেলা তোমার প্রীতি
হিয়ার মাঝে আলতো ঢলে জোছনা ঝরালো।
এতই মধুর ধূসর স্মৃতি-
বুঝবে কি আর সুদূর চাঁদে বসে;
চাঁদনী রাতে আমার বীথি
শেষ হয়ে যায় তোমার দ্বারে এসে।