বান এসেছে-
এনেছে সে ঋতুর বরষায়,
ঝরঝর বারি ধারা-
নদী ভরা কূলে কূলে কানায় কানায়।
নবারুণ নব ঢল-
কলকল ছলছল, খর স্রোতে ছোটে জল,
উথ্লায় চঞ্চল ঢেউয়ের গড়ান;
অবিরাম অবিরত
ধ্বসে তীর, চিড় শত
মন ভাঙ্গা দরিয়া অকূলান।
অফুরান মায়া ছলে
ঘন মেঘ, ঘোলা জলে
কাঁদে বসে অতলের তল;
ফোঁটা ফোঁটা জলে ভাসে নয়ন কাজল।
ডুবে যায় সব ক্ষেত, বালি চর,
টানে টানে নদী ভাঙ্গে বাড়ি-ঘর,
কারও দু’টি রাঙ্গা হাত করে দেয় জোড়া,
কারে যেন সাথী করে নেয় মন পোড়া।
বেদনার-এ ভরা নদী, ধু ধু দেখি হুতাশে-
স্রোতে ভাসা নিধুয়া-রে, মন তোকে ভালোবাসে।