মিষ্টি মিষ্টি রোদ গুলো ঘাসের ডানায় বসে
কুয়াশার সব জল শুকিয়ে গেল,
বিধ্বস্ত নগরীতে রুটি খোঁজা বালকের আফসোসে
কিছুক্ষণ শিশিরের মায়া বুকে জ্বলতে পে’ল।
প্রাণঘাতী যুদ্ধটা থামে কি, থামে না,
ওরা চায় মরে যাক শীতের মেঘের কান্না।
ভুবনের পাড়ে এসে বসে রাজসিংহাসনে
আলোক লতিকা হাসে বিদ্বেষে হিংসার আঙনে।
শেষে বিধাতার দায়, ওরা মরে যায় অবশেষে-
আমি কাঁদি যুদ্ধ, যোদ্ধার আফসোসে
হিরোশীমা তা চায় না,
বলি- মনে রাখি, নাগাসাকি তাও না।