মেঘ বয়ে গেল হালকা ঝড়ে, মৃদু বাদলে।
সেই যেন তুমি কিছু ক্ষণ সঙ্গী হলে
পাশাপাশি বসে অচেনার মতই আমি
বাতাসের গন্ধে শুঁকি লাবণ্যময় ঘ্রাণ
তোমার উড়ন্ত চুলের আনন্দ স্পর্শ ম্লান
কিছুটা রোদ সূর্যের উজ্বলা হাসি আসে নামি
মেঘের কিনারে হেঁটে হেঁটে দুজনে নীলাম্বরে
মগ্ন মনে রংধনু দেখি মেঘলা আকাশ জুড়ে
বিজলী ঝিলিক গুরুগুরু ডঙ্কা ধ্বনি জানি
তোমার হাতের কাচের চুড়ি বাজে রিনিঝিনি।