নাই দিন নাই যেন রাত্রি
সুখ আর দুক্ষু রই
দুই চোখ’ই মেলে মেলে থাকি।
জীবনের বায়স্কোপে চেয়ে চেয়ে দেখি
যৌবনা রূপবতী ধরণী
আমি তার, হতে চায় চির স্মরণী।
পেতে চাই বারে বারে আমরণ
আমি তার হতে চাই দূর্যধন
আলোকের ছিটে ফোটায়
আলেয়ায় আলেয়ায়
চাঁদ বুকে জ্যোৎস্নার রশ্মি।
প্রেম ডোরে মায়া ঝরে
ডাকে আয় হতে চায় প্রেয়সী।
আমি তাঁর মায়া জালে জড়ায়ে গেলাম
ধীরে ধীরে তাঁর পানে ধাবিত হলাম
এসে গেলো রমজান
মেলে দিল কুরআন
সত্য-যে, সৃষ্টির-এ স্রষ্টা-সে
তাঁর কাছে আত্মাকে তাই সঁপে দিলাম।