তুই সাধু , না কি রে সন্ন্যাসী ?
তুই ভাদরের বানভাসি ?

মাছরাঙা পাখি - -
আমি ভাঙনের তীরে বসে থাকি ;

জলের অতলে জল জলে দেখি যেই শিকার
ছোঁ মেরে টুঁটি ধরে উড়ে যাই গঙ্গার ঐ পাড়।