মাঠে মাঠে সবুজের চির চেনা আঁচলে
কাঁচা-পাকা ফসলে ভরে আছে ক্ষেতে
সোনা রঙা ধান, সবজি বাগান
মিষ্টি মিষ্টি রোদ শিশির বিন্দু জলে
ভোরের আঙিনা লেপে কী শোভাতে
ঝলমল হাসি মুখে সূর্য কৃষাণ
ভরে তোলে রোজ রোজ সকাল হলে।
কী মুখর সেই ভোর কী মধুর অলি দৌড়
আয় শুনি রাখালিয়া সুরে গাথা পাখি গান
আয় বুনি কৃষকের ভালোবাসা, কৃষাণীর মায়া তান।