অগ্নি বীণা দাহন সুরে
রোদেলা দিনের ভর দুপুরে
আসন টেনে সবাই বসে তোমার প্রতীক্ষাতে;
আমিও গো এলেম সেথায়
উঁকি মেরে দ্বারে দাঁড়ায়
দেখি তোমার ব্যস্ত সময় রোগীর সেবা তাতে।

সঙ্গী আমার প্রাণ সখিটি
কোলে করে প্রাণ অতিথি
আরেক নূতন তার’ই খোঁজে তোমার কাছে আসা;
একে একে পূর্ব গুলো
উল্টে দেখি স্মৃতির ধুলো
ব্যর্থ প্রয়াস কান্না তোমার গাঁয়ে সবার দুর্দশা।

হঠাৎ তোমার নজর কাড়ে
একটু হেসে আলতো করে
বেদন ভরা বদন সে কী ক্লান্তি বিহীন মনে;
হুতাশ সুরে বললে ধীরে
শব্দ গুলো জোরে জোরে
হানলে ব্যাঘাত বাজলে এসে কানে।

তখন আমি তোমার পাশে
সঙ্গী ক’জন ওরাও আসে
কষ্ট ভোলা তোমার সোহাগ যতন;
আগ্নেয়গিরির অরুণ শোভা
চিকন বেনীর এলোখোঁপা
সিঁথির ধারে কালো টিপে
তোমায় দেখে জুড়ায় দু’নয়ন।