চাঁদ উঠেছে জোছনা ঝড়ে আঁধার মনের ঘোরে
ঝোঁপের আড়ে চুপটি করে মলিন ছায়া ঝরে
দীঘির জলে জ্যোতির ঢলে ঝিলিক দাঁতের হাসি
তীর বেয়ে ধায় আমরা দু’জন বসে পাশাপাশি।
মনের নয়ন কল্প বনে পাড়ের মাচা পেতে
লালন সুরের ”আরশী নগর” মোহন মায়ায় মেতে
একতারাটার তারের দোলা বরফ গলা ঢেউ
স্বপন দেখায় জোনাক জ্বলে, সঙ্গী হ’লে কেউ।
বাতাস হেসে পরশ বুলায় আমার মাথার চুলে
জ্যোতির শরীর দু’হাত ধরে পুলক দুয়ার খুলে
তোমার দোলা ছন্দে চলা সুনীল আকাশ ঘুরে
রাঙ্গা ঠোঁটের মুচকি হাসি তারার ভুবন জুড়ে।