বোশেখ শেষের, ক’দিন বাকি জ্যৈষ্ঠের;
দিনগুলো যায় রাতের শোভায় ‘নিঠুর’ বড়ই কষ্টের।
রোদেল বেলার দাহন জ্বালা, শীতল রাতের ঘ্রাণ,
শিরি শিরি বাতাস গায়ে লাগলে জিরায় প্রাণ।
তাই জোটে না পাতার ঠোঁটে একটু মলিন হাসি,
মাচায় বসে নিদেন সুরে বাজাই মনের বাঁশি।
ধূমকেতু হয় জ্যোতির তারা-“জ্বলন্ত উন্মাদ”,
শিমুল গাছের পাতার আড়ে লুকিয়ে হাসে চাঁদ।