(১)
আজ হতে আমি শপথ নিলাম
মাতৃ ভাষা বাংলাকে-
ধরনী ধূলায় রাখব লিখে
রক্তে ভেজা ‘মা ডাকে।
ধ্বনিতে ধ্বনিতে আঁকিব স্বপন
ভেদিব আকাশ, ছেদিব তপন
রোধিব রৌদ্রে, করিব দাফন-
কণ্ঠ স্বরের উচ্ছাসে;
ধরনী কাঁপিবে হিল্লোল বায়
স্বপ্ন সফল উল্লাসে।
(২)
আজ হতে আমি শপথ নিলাম
জন্ম ভূমি বাংলাকে-
বিশ্ব ললাটের টিপ আঁকিব
দেহে যদি মোর প্রাণ থাকে।
বাঁধিব শিকল বজ্রের পায়-
হানিব আঘাত রোদ্র-ধারায়-
আনিব শান্তি, ক্লান্তির ঘায়-
যদি বা সেথায় মৃত হাসে ;
বাংলা মায়ের চরণ শীতল-
লুটাব সেথায় উল্লাসে।
(৩)
আজ হতে আমি শপথ নিলাম
স্বপ্নে ভরা বাংলাকে -
অটল রাখিব উদ্ধত শীরে
বুলেট বিঁধিলেও বীর বুকে।
মন-অন্তরে এঁকেছি নিশান-
দিয়েছি রক্ত, দিয়েছি প্রাণ-
গাহিব সদা জয়-জয় গান-
শিকল ছেঁড়ার উদ্দেশে ;
বাজাব বিষান, মাতিব তুফান
মুক্ত মনের উল্লাসে।
(৪)
আজ হতে আমি শপথ নিলাম
আমার সোনার বাংলাকে-
লাল-সবুজের পতাকা ঘিরে
রচিব সকল সুখ-দুখে।
হয়েছে সকাল, সূর্যোদয়
নতুন সুরে ছলিত হৃদয়-
আসলে নিশিত, করবনা ভয়-
আলোক হারা দিন শেষে ;
গগণ ভরে জ্যোস্না ঢেলে
আনব-রে চাঁদ উল্লাসে।
- বজ্রধ্বণী