তোমাকে ডেকেছিলেম শাপলা ফুলের হলুদ বুকে
সাদা পাঁপড়ীর আড়ে গুহার বসতি গড়ব।
তেল চকচকে শরীরে বাঘের চামড়ার বসন,
গলায় জড়াব হাতির দাঁতের মালা,
তোমার বুকে কার্ণিশ ভাঙ্গার শব্দ ছড়াবে।

চিরুনিদলে তোমাকে সাজাব পরিপাটি করে
রাতের ছায়াপথ গ্রহ-নক্ষত্র ঘুরে ঘুরে
অবশেষে সমুদ্র স্নানে যাব।

তোমাকে ডেকে নেব মাধবীলতার সুবাস ছড়ান ক্ষণে
তুমি আসবে তো ! ব্যস্ত শহর ঘুমন্ত প্রাচীর ভেঙ্গে।