ঈদ আসে
আনন্দ উল্লাসে
মক্কা-মদিনা-সারা;
মাহে-রমজান রাগে
সৌরভ সুভাস বাগে
উচ্ছাসে ভাসে স্রত-ধারা।
একে একে ঝরে ঝরে
আনিছে প্রাণের দোরে
নুতন সুন্দর সাজ সাজ;
কি গরীব কি আমীর
শরীরে শরীরে আবির
সমীরে সমীরে সে আওয়াজ।
মধু-গুঞ্জন-কোলাহল
আবেশে ধরাতল
ধ্বণীত আবেদীত-দোয়া;
ব্যাপীয়া বিশ্ব গ্রহে
ব্যবচ্ছেদ করিয়া দ্রোহে
আসুক অনন্ত শান্তির ছোঁয়া।
এসো করি কোলাকুলি
গলাগলি প্রাণ খুলি
ভুলি হলাহল সভ্যতার;
জাতি-ধর্ম-জীবন
বিবাদে বিতন্ত্রী সৃজন
একাত্ম সতত-সত্ত্বার।
১১/০৫/২০২১ ইং