দগ্ধ দুপুর-
দুর্যোগময় জীবনের ঝড়ো বাতাসে
নিষ্প্রভ চোখ, ভেজা ভেজা জলে,
নাভিশ্বাস, ইচ্ছেরা অনন্ত কারাবাসে।

মনুষ্যত্ব বোধের চামড়া ঘেরা মানবতা
দুরারোগ্য ব্যধির মরণাপন্ন রোগী।
বীতশ্রদ্ধ প্রেম, হেল-দোল হীন শূন্য দৃষ্টি মেলে
আশা জাগানিয়া প্রাণে কাঁদে,
কেঁদেই চলে নিরুদ্বিগ্ন বিনয়ের বিবর্ণ তটে
বিশ্বাস ঘাতকের কলঙ্ক আবেগে যদি বিস্ফোরণ ঘটে।