তুমি বার বার আমাকে ফিরায়ে দাও
আমি ক্লান্ত পথিকের মত ফিরে আসি
অবসাদ ভরা জীবন মোহন তবু প্রাণ খুলে হাসি।
এখন আর খুব বেশি মনে পড়ে না
গভীর মায়া ভরা নদী জল-
গতিহীন পথ, চর পড়া স্রোত,
কূল ভাঙা তীরে বালি ঘর বাঁধে না।
ধোঁয়াশা মন যেন ভোরে, ঘাস ফুল ভেজা
ঢেউ গুলো খেলেছিলো বিবর্ণ নিখিলে
দু’চোখ প্লাবন তুমি ঝরিয়ে দিলে।