স্রোতের পাকে ঢলক না খেলে
যাই পাড়ে যাই তাই কি রে হয়,
তাই দেখে যাই যে দিক তাকাই
চোখের পলক না ফেলে।

উথাল জলে মাতাল হাওয়ায় নীল সমুদ্র চিরে,
অঢেল গাঙ্গের ঢেউ গুলো সব আছড়ে পড়ে তীরে।

ফুলের হিয়া সুবাস ঢালে তোমার হিয়ার মতি,
জোনাক জ্বলে চাঁদের হাসি জোছনা তারার জ্যোতি।

যেথায় বসে তোমায় ভাবি সেথায় চরণ দোলা,
যে দিক তাকাই শোভায় দেখি তোমার ও মুখ তোলা।