অনেক গুলো কাজ অজানা উজানে
ছায়াপথ অচেনা ধূমকেতু প্রখর
জ্বলে উঠা প্রহর ভয় নাই যার মনে
পাল তোলা বাতাসের ঠাওর।

হাল ধরে বসে আছে মাঝি
কণ্ঠের ভাটিয়ালী গানের স্বরে
আগা নায় বসে এলো কেশী ঝড়
ঢেউ তোলা তাল তার অন্তরে।

সূর্য ডুবে যায় চাঁদ জাগা রাত্রির পাড়া
পারাবার অন্তরণে চর খোঁজা ঢল অন্তরা।