বাতাসে জোর আছে-
খুব বেশী তোড় আছে,
দৃষ্টির সব মেঘ উড়ে নিয়ে যায়;
সুন্দর যে সকাল
ধুলি-বালি-জঞ্জাল
ধুয়ে মুছে দিবসের সূচনায়।

শ্যামলের শোভা কূলে
বর এলে, ঝড় এলে
বজ্রের ধ্বনি ধ্রুম পটকা;
অঝরে ঝরা ঢলে
থৈ থৈ ঘোলা জলে
এনে দিলে বাদলের ঝটকা।

কখন যে রাঙ্গা ভোর
কি বিকেল-সন্ধ্যা ঘোর
একাকার বরষার মেঘের ব্রতে;
মিলে মিশে ধরাতে
এক সাথে গড়াতে
সমবেত শোকাহত রাত্তির স্রোতে ।