বন্ধু যে তুই-
শুধুই কী বন্ধু-রে।

আমি দেব ফুল
তুমি দেবে ভুল
এমন বন্ধু আর না-রে।

তুমি উন্নত হও
তুমি এগিয়ে যাও-
বন্ধুরা এ কথা’ই বলব;
তোমরা সুফল আনো-
আমি আছি বন্ধু শোন
আমরা যে আগামীর সঙ্গী হব।