যোদ্ধারা সব দুয়ার ধরে
দাঁড়িয়ে আছে বাহির দ্বোরে
মোড়লের রক্ত চক্ষু রক্ত নেশায় গরগরে,
বারুদ পুড়ে মরণ গাঁথা
আকাশ জুড়ে নিশান পাতা
যুদ্ধবাজের ঝনঝনানি, বিশ্ব কাঁপে থরথরে।
জীবনভর মানুষ গাদর ভুলের ঘোরে
ওরাও মানুষ বিশ্ব মোড়ল হিসেব গরবরে;
বিবাদ যা খুব নগণ্য,
বিভেদটা হয় জঘন্য
যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ মিশাইল ছোড়ে ঝর্ঝরে।
আজ বিশ্ব কাঁপে থরথরে-
খোদা ভুলে পথ ধরে
ধ্বংস পাড়ের পথ গড়ে
মানুষ কাড়ে মানস প্রাণে-
সকল মায়া ত্যাগ করে।
আজ বিশ্ব কাঁপে থরথরে।
আজ বিশ্ব কাঁপে থরথরে।