বিপ্লব বিদ্রোহ বড় বড় আন্দোলন গুলো
কেন হয়েছে জানো ?
সব বুঝি ভুলে গেছ;
এই বড় লজ্জা আমার।
তোমার সান্নিধ্যে বিনয়ের প্রাণ
বিবেকের পরাভূত সৈন্য।
আশার আলো যখন দেখি
মুক্ত আভায় উদয়ের মুক্ত প্রভায়
তখন বানভাসি দৃষ্টিতে মনে হয়
ঐ যেন শান্তির ডিক্রী বায়,
নাগালের কাছাকাছি প্রায়।
মেঘনার ঢেউ গুলো চঞ্চলা,হায়
গৌরব উল্লাসী কাল গ্রাসে।
ফিরে আসি মোমবাতি হাতে।
লালসার কালো জিভ চেটেপুটে খায়
মাটি আর মানুষের চেতনা রসে।
বিয়োজিত জল আঁখি পাতে
দেশপ্রেম মানবতার শূন্য কোটায়।