প্রতিউত্তরে যদি বলে দেয়া হয়
আমার খুব তাড়া আছে ভাই
তোমার তলার খোঁজ কার জানা নাই,
কূল ভাঙ্গা পায় নদী বয়ে যায়
ঐ দূরে গড়ে তোলে সাদা বালু চর
নদী ভাঙ্গা স্রোত রুদ্র প্রখর।

যেখানে সব কথা শেষ হয়ে যায়
সেখানে মানবতা খুঁজে পাওয়া দায়
জীবনের পথ গুলো থমকে দাঁড়ায়
জলে ডুবে যায় সব মন্দের বিবেচনায়।