আমার মনে-একতারা টা চায়,
উদাস বনে মাঠের কোনে
গাইত ঘাসের পাড়ায়।
উতলা হাওয়া বাঁশের ডগায়
আনলে বাঁশির সুর,
হেটে হেটে নদীর কুলে
যেতাম বহু দূর।
কাঁদা-বালি ভাঙ্গন টালি
চরের পাল উড়ায়,
ধরলা নদী ভাটির গানে
ঢেউয়ে জল কুড়ায়।
মরা গাঙ্গে পাখির গানে
নীরের গল্প শুনে,
খেয়ার টানে আসব ফিরে
গাঁয়ের মায়া মনে।