কুনো ব্যাঙের ছেলে হারালে
খুঁজতে গেল জলে,
তিরিং-বিরিং নাচন দেখে
কোলা ব্যাঙের দলে।

দিঘির পাড়ে গদ-গদিয়ে
খুঁজতে চুনোপুঁটি,
পাতি হাসের নজর কাড়ে
ব্যাঙের ছোটা-ছুটি।

দৌড়ে গিয়ে কামড়ে ধরে
টুরি ব্যাঙের পা;
সেটাই দেখে কুনো ব্যাঙের
আঁতকে উঠে গা।

পালা পালা দৌড়ে পালা
বাচুক আপন পরান।
ঘরে বসে জোর-সে ধরে
ছেলে হারানো গান।

বেদন মনে পালা গানে
টুর টুরিয়ে বলে;
ঘরের ছেলে ঘরেই থাকিস
যাসনে-রে কেউ জলে।