জীবনের ধারাপাতে
বসন্ত ধরাতে
পাতা-দল এক সাথে
মহা মেতে রণ সংগীতে আমি।
জ্বলন্ত শিখা ধায়
জ্বালা ভরা হাবিয়ায়
বেঁচে থাকা বড় দায়
সে বেলায় সঙ্গী তুমি।
সংসারে সংসারে
এই আসরে
হাতে হাত ধরে
এক’ই গান সুর করে করে
সানন্দে দেখি ঘুরে ঘুরে-
আমাদের এ চরণ ভূমি।