আমি ধন্য মা’গো- তোমার আঁচল তলে,
দিয়েছ সে ধন পেয়েছ যা জনম জনম জ্বলে।
গর্বিত মা’গো-
আমি অনন্য নন্দিত ইতিহাস,
দিয়েছ যে জ্বালা ময় চেতনা
রক্ত’টা অনিবার বিশ্বাস।
কেঁপে উঠে দেহ-মন কেঁদে করি উৎসব
পতাকা’টা তুলে ধরি করি তাই অনুভব
এতো কার দেশ প্রেম, এতো কার মায়া
আমার জন্মভূমি মা’গো তুমি নও অপয়া।