মেলা থেকে বাবা আমায় তিনটি খেলনা কিনে দিয়েছে,
একটি গাড়ি, একটি হাতি, একটি পুতুল-বীরের বেশে সে।
হাতের ঘড়ি চোখের একটি রঙিন চশমা ও কিনে দিয়েছে।
আমায় নিয়ে সারাটা মেলা বাবা ঘুরে বেড়িয়েছে।
বাবা আমায় সারা বেলা তাঁর কাঁধেই রেখেছে।
ফেরার সময় চিনির সন্দেশ আর তরমুজ কিনেছে।
যখন আমি অনেক ছোট ছিলাম,
পড়তে বসে সন্ধ্যা বেলায় ঘুমে পাগল হতাম।
তখন বাবা আমায় কোলে নিত।
রাত দেখাত, চাঁদ দেখাত, মজার মজার গল্প বলত;
ছড়া শেখাত, গান শোনাত,
কখন যেন বাবার কোলেই ঘুমিয়ে পড়ে যেতাম।
সকাল বেলা আলোক প্রাণে-
ঘুম ভেঙ্গে যায় পাখির গানে,
দু’চোখ বুজে অলস ঘুমে বাবা;
ইঁচড় বিচর আমার কথায়-
ঘুম পাড়া দায়, হাত ধরে তায়
আমায় নিয়ে দেখতে যেত সবুজ ফলা ডোবা।
বর্ষা এলে নূতন ঢলে-
থৈ থৈ করা বানের জলে,
ঝাঁকি জালে মাছ ধরতে যে যেত;
মাছ কুড়ানোর খোলাই বাবা আমার হাতেই দিত।
ঘোলা জলের ভাঙ্গা পথে-
আমায় তুলে নিত পিঠে,
তখন আমি এমন সুখী হতাম;
ভাবত বাবা, হয়তো আমি হোঁচট খেয়ে জলে ভেসে যেতাম।