কাজলো নয়নের জলে
এক ফোটা বৃষ্টি সে ঝরে;
কষ্টের দাবানলে পোড়ে-
অনন্য চরাচর নীলাম্বর নীল অন্তরে।
অনেকটা পথ, অনেক প্রহর ধরে,
উড়ে উড়ে, ঘুরে ঘুরে তেপান্তরে।
বায়ু তোষে মহা তান চঞ্চলা হিয়া,
মরা গাঙ্গে সুর তোলে দর্পিয়া দর্পিয়া।
কত কাল-কার জলে ঐ মেঘ রাজি,
রিমঝিম রিমঝিম ঝরঝর এ বাদল আজি।