”আমি সংস্কার চাই-
রাষ্ট্র নয়, তারুণ্যের বাঙালি তোদের
স্বাধিকার-দেশ প্রেম-জাতীয়তা বোধের”।

”প্রতিবাদী প্রজন্ম” রাজ পথে সবাই,
চেতনায় জ্বলে জ্বলে, দলে দলে মিছিলে
উচ্ছ্বাসী প্রাণ খুলে বুক ফুলে দুই হাত তুলে-
”আমি রাজাকার নই, রাজাকার নই আমি ভাই
আমি অধিকার চাই, আমি অধিকার চাই”।

শোষকের হাতিয়ার থামলো না !
তপ্ত বুলেট বুক ভেদ করে বেড়িয়ে গেল,
উন্মাদ-মাতালে রা গুলি করলো ! বিস্মিত হলো।
মানবতা বিবর্জিত ঐ মানুষ গুলো কি না----
দীপ নিবে গেল-
আ--আ--আ।
বোনের চোখে জল, বাবার বুক ফাটা কান্না,
আ--আ--আ।
ওরা ঘাতক, ওরা দালাল, ওরা হানাদার, হায়েনা।
আ-হ্-হ্যা- আ--আ--আ।
জেগে উঠ রে তরুণ-
আর কোন আবু সাঈদ মরবে না।