তীর ভাঙ্গা ঐ পদ্মার ঢেউ তরুণ দলে
ওরা মুক্তি সেনা,ওরা বাঁধ মানে না,
ওরা ভয় করে না-
এ বাঙালি-রে
যে বজ্র ঝড়ে তুফান তোলে;
এ বিদ্রোহী-রে
যে আকাশ বাতাস কাঁপায়, জ্বলে।
ওর হৃদয় দোলে-
স্বৈরাচারের পতন ঘটে রক্ত দিলে,
স্বাধীনতার সূর্য ওঠে জীবন দিলে।
ওরা গান গেয়ে যায় তরুণ নেশায়
বিজয় ঢলে ঐ কণ্ঠ খুলে।