অথৈই জলে ঝাঁপ দিয়েছি,
কূল কিনারা নাই।
যতই আমি সাঁতরে বেড়াই,
ততই ডুবে য়াই।
জলের সাথেও না-ই কো প্রনয়,
তোমার সাথেও নাই?
তুমিও যেমন খনেক ডুবাও,খনেক ভাসাও,
জলও দেখি তাই।
নদী যেমন সব নিয়ে যায়,
করাল গ্রাসে ভেঙ্গে।
প্রেম যমুনাও উথাল-পাথাল,
জুয়ার ভাটা খেলে।
তাই ভাসতে ভাসতে ক্লান্ত যে আজ,
অথৈই নদীর জলে।
এম.আই.সোহাগ
তারিখঃ ০৪/০৪/১৯