গোধুলির শেষ আলোতে দেখেছি যে তাকে,
নয়নাভিরাম মুখে তাকিয়ে ছিলো আমার দিকে।
তার চোখেতে আছে যাদু,
সেই যাদুতে হইলো আমার জীবন অনুভব!
থমকে গেছে জীবন আমার,থমকে গেছে সব!
এখন তারে খুঁজি ফিরি,হইছি আমি ভব ঘুড়ি।
কোন এক শ্রাবণও গোধূলি শেষে ,
ঘন ঘটা বর্ষায় দেখেছিলেম তারে?
কদম্বফুল হাতে নিয়ে,দাড়িয়ে ছিল তারি বৃক্ষ তলে!

তুমিতো ডাকনি মোরে,নিজেই গিয়েছি ছুটে।
জানি মরিচীকা যায়না ধরা তবুও ধরতে চেয়ে ছিলেম তারে।

জানি মরিচীকা যায়না ধরা তবুও ধরতে চেয়ে ছিলেম তারে।

মারুফুল ইসলাম সোহাগ
তারিখঃ২৬/০২/১৯