যদি কোন একদিন দেখা হয় পথ প্রান্তে,
একবারও চাইবে কি জানতে?
কেমন আছি।
পথ আগলে,হাতটি ধরে
একবারও চাইবে কি জানতে,
এত দিন কোথায় ছিলে?
কোন লোক-লোকান্তরে।
যদি কোন একদিন দেখা হয়,
কাক ডাকা ভোরে!
পেছন ডেকে একবারও চাইবে কি জানতে?
গায়ে সেই নোংরা চাঁদর,হাতে জলন্ত চুরুট,
কতো যত্নেই না রেখেছ আগলে!
মুচকি হেসে আমি বলবো,
তুমি নেই,তাই এখানেই তোমাকে রেখেছি ধরে!
যদি কোন একদিন দেখা হয়,
কোন নদী প্রান্তে,
সেদিনও কি চাইবে জানতে?
আজও কি দিন কাটে,ওই দূর নদীর পানে চেয়ে!
আমি এক গাল হেসে বলবো, হ্যা
কারন,আমি তোমাকেই রেখেছি,
নদীর ওই স্বচ্ছ জলে!
মারুফুল ইসলাম সোহাগ
তারিখঃ১২/০৩/১৯