কতো দীর্ঘ ক্রোশ অতিক্রম করে নদী একদিন খুঁজে পায় সাগরের মোহনা
আর তুমি  আমি আছি তো এ পৃথিবীর-ই তরে বহমান
জানি দেখা হবে কোন একদিন,
হয়তো সেদিন, নয়তো সুদুর প্রসারী
হয়তো সেদিন আজ অথবা কাল,
রয়েছে খুব কাছে
ঘন কুয়াশায় ঢাকা প্রভাতের বুকে।


২৬/১০/১৯