তুমি আমায় ডেকে ছিলে,
ছুটির নিমন্ত্রণে।
আসবে না আসবে না বলে,
তবু কেন আবার এসেছিলে?
ইচ্ছে হলে আসবে তুমি,
ইচ্ছে হলে যাবে।
ইচ্ছে হলে বাসবে ভালো,
হচ্ছে হলে ছোঁবে!
তুমি আমায় ডেকে ছিলে,
ছুটির নিমন্ত্রণে।
আমারও যে ইচ্ছে হয় তোমায় কাছে পেতে!
আমারও যে ইচ্ছে করে হাতটি তোমার ছুঁতে?
তুমি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রণে,
আসবেনা জেনেও,তবু কেন আসতে চেয়ে ছিলে?
আসবেনা জেনেও, তবু কেন ভালবাসতে চেয়েছিলে?
তুমি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রণে।
তুমি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রণে।

মারুফুল ইসলাম সোহাগ
তারিখঃ ২৪/০২/১৯