আমার বেলা যে ফুরায়ে যায়,
যেতে হবে বহু দুর।
আমি যাব হেথা,যেথা আছে
আপন ভুলা সুর।
আপনা ভুলিয়া আমি কহিব তাহারে?
নিজেরে খুঁজিয়া পাইয়াছি আমি,
তাহার মাঝারে।
যত খুঁজি তারে,তত যেন পায়
যত বাসি ভালো তত যেন নিজেরে হারায় ।
কত ধুলি মাখা পথ
করিয়াছি শেষ, তাঁহারে খুঁজিতে
অবশেষে যেন পেয়েছিলুম তারে,
হৃদয়ো মাঝারে।
আমার হৃদয়ো মাঝারে।