তোর আশাতে রইলেম বসে,
সকল বাঁধন ছিন্ন করে
আসবি বলে তুই।
এপাশ ওপাশ চেয়ে থাকি,
দিন ফুরিয়ে সন্ধ্যা দেখি
ক্ষানিক পরে চেয়ে দেখি নিকষ কালো রাত!
তখন ভাবি,গভীর রাতে কেমনে দেখি,
তোর ও-ই বদন খানিক চাঁদ!
তাই চোখের দেখা থাকনা এবার,
মনেই দেখা যাক।
এ মনে তেও গভীর আঁধার,
কোথাও খোঁজ পাইনে তাহার
এমনে কি দিন কাটবে আমার,
মিছে মায়াতে,তোমার ছায়াতে?
ক্ষনেক পরে আবার ভাবি,একটু পরে উঠবে রবি,
নয়ন বুঝি দেখবে আমার চাঁদ সুন্দর মুখ।
চন্দ্র মুখে কইবে কথা,
হইবে আমার,তোমার শনে মনের আলাপন।
বলবো আমি,
তোমার লাগি বসে আছি অনন্ত জীবন।
বলবো আমি বসে আছি অনন্ত জীবন।