১৯৭২ এর সূচনা লগ্নে
দুর্ভিক্ষ, অনাচার ক্ষমতার রদবদলে
নতুন এক দেশের জন্ম দিলে।
শ্বাসরুদ্ধকর তপ্ত বাতাসে
মৃত প্রাণীর পঁচা মাংসের গন্ধ
বাহাত্তরে কেবল দূরীভূত হতে শুরু করেছে।
বাংলার মাটিতে প্রশান্তির ঘুম
দিবে বলে যত আয়োজন।
সবে মাত্র শিক্ষাঙ্গনে ছাত্রদের আনাগোনা,
শুরু করে দিলে বর্বরতা।
গোলাবারুদের আওয়াজে ঘুমানো
একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে
বাঙ্গালীর প্রশান্তির ঘুম কেড়ে নিলে
শিক্ষাঙ্গনে অস্থিরতা পুনঃরুজ্জিত করলে
একটি পাপাচার চাপা দিতে
হাজারটা মিথ্যার জন্ম দিলে
অন্তর্দ্বন্দ্ব ক্রুদ্ধ পাষাণ রুপে
জাতির পিতাকে কেড়ে নিলে।
একটি খুনের বদৌলে
সহস্র প্রাণ কেড়ে নিলে,
অনেক রাজাকেই তো সিংহাসনে বসালে,
স্বাধীনতার আটচল্লিশটি বছর পেরিয়ে গেল
পারলে কি জনমনে শান্তি ফিরিয়ে দিতে?
ইতিহাসে দৃষ্টিপাত করলে ধরা পড়ে
খেলেছো কতো নৃশংস রক্ত খেলা।
ক্ষমতার লোভে করেছো কতো বিশ্বাসঘাতকতা।
তোমাতে-তোমাতে হারিয়ে ফেলেছো বিশ্বস্ততা।
নির্মূল করো এই পৈশাচিক রক্তখেলা
জাতিতে জাতিতে ফিরে আসুক মানবিকতা।
একটি সোনার বাংলা গড়তে চাই
মনুষত্ব চাষের জায়গা করে দাও
ফিরিয়ে দাও বিশ্বস্ততা।