এই যে লোকটা

এই যে লোকটা, শুনছো,
তুমি কি! তোমার কি কষ্ট হয় না?
মন  কি হু হু করে তুফানের মতো কেঁদে ওঠে না?
জানি শক্ত নিরেট ঠাসা বদ্ধ চাপা অভিমান।
তবুও বলি, তোমার কি মনে পড়ে না?
সেই যে বেড়িয়েছে কতকাল
কবে কোথায় কেমনে ছিল,কেমনে আছে
কেটেছে যে দিন তার;কেমন করে,
খেয়েছে কোন জল,
ঘুমিয়েছে কোন বালিশে
নিয়েছো কি কোন খবর?
শুনেছি তপ্ত মরুর বুকেও
জন্ম নেয় বৃক্ষ লতা গুল্ম
তোমার কি তাও নেই?
নাকি!তার চেয়েও বেশি জন্ম নেয়
সবুজের সমাহার,হলদে শস্যের ক্ষেত
লতা গুল্ম ছায়া তরু বটবৃক্ষ
মরে যায় শুধু বিপুল সম
অল্প অল্প করে জমতে থাকা
সাগর সম অভিমানে,
ভেতরে ভেতরে একলা অন্তরালে,
অগোচরে অশ্রুশিক্ত নোনা জলে
ভিজাও হৃদয়, রিক্ত ক্রোড়
একলা আপন মনে।


সাঞ্জু
২৬.১১.২১