প্রতীক্ষা

আকাশের গাঢ় নীল বিশালতায়,
ছাতার মতো ছেঁয়ে যাওয়া,
সুবিশাল নীড়ে; কতো মেঘ জমে,
সে মেঘে দৃষ্টি এড়ায় না;
কালো ঘুট ঘুটে অন্ধকারে
নক্ষত্ররাজির ভীড়ে
অনুমানে পথ রোধ  হয় না।
আমি ঠিক চিনে নিবো
আমার ভালবাসার কুটির।
প্রকৃতির সবুজ রঙ
ধূসরতায় ভরে যাবে।
দিন কালের অবসানে ক্যালেন্ডারের
পুরোনো দিন মুছে যাবে।
তবুও আমার প্রতীক্ষা ফুরাবে না।
তোমার ভালবাসার পূর্ণ জ্যোতিকায়
ঠিক জ্বলে রবে আমার
মোহনীয় প্রেম গাঁথা।
জীর্ণ সনের অন্তিমে নবক্ষণ আগমনে
তুমি থাকো হৃদয় জুড়ে।
এ গল্পের শেষ পৃষ্ঠাটা
লিখা যেন না হয়
কোন কালে কোন ক্ষণে।

সাঞ্জু
রাজশাহী বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ