''আমার আরেক নাম বাবা''
যেদিন আসলি তুই আমার ঘরে ঘর আলো করে,
কাঁপা কাঁপা হাতে কোলে নিয়ে শুকরিয়া করি খোদার ওই তরে ।
সকাল বেলার পাখি তুই,
তোর মধুর ডাকে যেনো আমি গগন ছুই ।
ফুল কাননের ফুল তুই,
তোর পরশে প্রজাপতি উড়ে মনের বাগানে ওই ।
যখন ডাকলি বলে বাবা আমায়,
মন শান্ত হলো আমার শিরায় শিরায় ।
যখন হাটিস তুই আমার আঙ্গুল ধরে,
তখন ভাবি আমার মত সুখি
এ পৃথিবীতে আর কেউ হতে পারে ?
অফিস থেকে ফিরি যখন,
শুরু হয় তোর গল্প কথা ।
পৃথিবী জয় করতে পারি আমি,
তবু দিসনে আমায় কোনো ব্যাথা ।
তোর জন্য আনবো আমি,
তোরই সপ্নের রাজকুমার ।
ভালোবাসবে তোকে সে,
তোরই মত করে করবেনা অপব্যবহার ।
দোয়া করি খোদার কাছে ,
ছোয়া পরে না যেনো অভিশপ্ত ইবলিশের থাবা ।
বন্ধু হয়ে থাকবো পাশে,
হতে চাই তোর কাছে আমি আদর্শ এক বাবা ।