কি অপুরুপ মাঁয়ার বাঁধনে শক্ত শিকলে বাঁধলে আমায়,
আকস্মিত বজ্রপাতের রাতের আঁধারের ওই আঘাতে
চূর্ন বিচূর্ন মন আমার নিশ্চুপ ক্রন্দন,
শুকনো পাতার মত ঝরে গেলো
আমাদের ওই মায়ার বন্ধন ।
সুখে থেকো ভালো থাকো তোমার নতুন বিশৃত জগৎ পানে ।
আমার অন্তিম শিহরে
তুমি এসো না আমার জীবন ঘনে ।
শেষ সময়ে পাশে রবে মোর সবাই আপনে,
আমি চাইনা তুমি দেখো মোরে,ঘৃনার চিৎকার দিয়ে তোমায় জানিয়ে
ঘুমাতে চাই একাই গপনে ।
আর আমি বিদায় নিতে চাই মাঁয়ার বাঁধনে,
চলে যাবো একাকি নিরজনে ।