সুখে থেকো ও আমার নন্দিনি
ভালোবেসে ছিলাম আমার আবেগে তোমার কাছে বন্দিনি ।
মেরুদন্ডহীন ব্যাক্তি আমি,আছে শুধু বাচার সপ্ন দেখা ।
পাশার ছলোনার দানে হারিয়ে দিয়ে আমায়
চলে গেলে ঐশর্যের তৃপ্তির আশায় ।
তোমারতো প্রিয় ছিলো সর্প নিয়ে খেলা
নাগকন্যা হয়ে ছড়ালে বিষ করলে অবহেলা ।
সুখ কখনোও চিরস্থায়ী নয়, নয় অধিক জীবন-
একদিন শেষ হয়ে যাবে তোমারই বিলাশিতায় ।
রুপ আর অহংকারে ছিলে তুমি গগন পানে,
সব কিছুরই শেষ আছে অস্ত নামবে তোমার চোখের সনে ।
ভালো থাকো তুমি এই বিশৃত জগৎ সংসারে,
একদিন সব কিছু শেষ হবে তোমার ওই রুপ অহংকারে ।