তুমি হও যদি দূরের আকাশ
আমি হব পানকৌড়ি
দল বেধেঁ উড়বো
তোমার আকাশে,
তুমি যদি হও গোধুলি,
আমি হব জোনাকি
যার আলো তুমি খুঁজে
পাবে পথ।
তুমি হও যদি নিঝুম রাত
আমি হব রাতের তারা
জেগে জেগে তুমি
আমাকে নিয়ে কাব্য লিখবে।
তুমি হও যদি শীতের আকাশ
আমি হব কুয়াশার ধারা
দূর্বাদলে পরশ বুলাতে
তুমি আমায় নিবে।
তুমি যদি হও উষ্ণতা
আমি হবো নকশি কাঁথা
কাঁধে মাথা রেখে
এনিয়ে বিনিয়ে করবে আমায়
শত শত অভিযোগ।

তুমি যদি হও গল্পের ঝুড়ি
আমি হব শীতল পাটি
বসে বসে চাল ভাজা
আর মটরশুঁটি খাবো
তোমার পাশে।
তুমি যদি হও রাজকন্যা
আমি হবো ফুলকুমার
হিজল বনের পথে
শুকনো পাতার ভেলায়
করে আসবো নিতে তোমায়।
তুমি যদি না হও আমার
তবুও আমি তোমার হবো
এ জনমে না হলেও
পরও জনমে।।