কি পেলাম তাহাতে
এতটুকু বিষন্নতা নেই
কষ্ট, দুঃখ,নেই বিরুত্তি
অপূর্ণ্যতা ঢের
তবুও পূর্ণ আমি.....
না হলো নেব না
তবুও তোমার হবো।

বৃষ্টি ভেজা রাতের আধাঁরে
লুকোচুরি হতো
তেতুলতলে,
যা না হয়ে ছিল সেদিন
বলতে গেলে লজ্জা পাই
আজও
তবুও আমি তোমার হবো।

পাঠশালায় পড়া ফাঁকে
চিমটি কাটতে তুমি
সবার অজান্তে,
স্যারে বকুনি খেয়েও
চুপটি মেরে থাকতাম বটে
না হলে তুমি নাই হলে
আমি তবুও
তোমার হবো।।